Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একমাসের মধ্যে ৯ম ওয়েজ বোর্ডের গেজেট দাবি


২৭ মার্চ ২০১৯ ১৭:০৮ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৯:১১

ঢাকা: আগামী একমাসের মধ্যে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে বুধবার (২৭ মার্চ) এক সমাবেশে এ দাবি জানানো হয়।

নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের দাবির পাশাপাশি চলতিমাসে গণমাধ্যম কর্মী আইন পাস, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঢালাওভাবে ছাঁটাই বন্ধকরণ ও ছাঁটাইকৃতদের পাওনা পরিশোধসহ ১৪ দফা দাবিও জানিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব শাবান মাহমুদ, সাবেক মহাসচিব ওমর ফারুক, সাংবাদিক নেতা শেখ মামুনুর রশীদ, খন্দকার মোজাম্মেল হোসেন, কর্মচারী ফেডারেল সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম, প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন খান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মতলু মল্লিক, শাহে আলম, আল মামুন প্রমুখ।

সভা পরিচালনা করেন বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আবদুল মজিদ।

সমাবেশে ঐক্য পরিষদ নেতারা গণমাধ্যম শিল্পে স্থিতিশীলতার স্বার্থে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের জীবন-জীবিকার নিশ্চয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

তারা জানান, ৮ম ওয়েজ বোর্ডের সকল সুযোগ-সুবিধা পাওয়ার পর অনেক পত্রিকায় ঢালাওভাবে ছাঁটাই চলছে। ছাঁটাইকৃত সংবাদকর্মীরা ন্যায্য পাওনা না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে মানবেতর জীবনযাপন করছে। ফলে এ শিল্পে অস্থিরতার সৃষ্টি হচ্ছে।

ঐক্যপরিষদ নেতাদের দাবি, সংবাদপত্র ও টিভি চ্যানেল থেকে ঢালাওভাবে ছাঁটাই বন্ধ করতে হবে। এক মাসের মধ্যে ছাঁটাইকৃতদের সকল পাওনা পরিশোধ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

নবম ওয়েজবোর্ড সাংবাদিক

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর