২৪ উপজেলায় থাকছে বিজিবি, তিন ইউএনও প্রত্যাহার
২৩ মার্চ ২০১৯ ১৯:৪১ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ২০:০৪
ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদের তৃতীয় ধাপে ঝুঁকিপূর্ণ ২৪ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।
শনিবার (২৩ মার্চ) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। যেসব উপজেলায় সমস্যা আছে বলে মনে হয়েছে, সেখানে আমরা বিজিবি ও র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। এছাড়া অতিরিক্ত নির্বাহী হাকিমও নিয়োগ করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১৮ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ব্রাশফায়ারে আটজন নিহত হন। আহত হন অন্তত ২৪ জন।
ইসি সচিব বলেন, ‘তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হলেও চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের নির্বাচনের ৩১ মার্চ চতু্র্থ ধাপের ভোটে নেওয়া হয়েছে। অন্যদিকে ছয় উপজেলার সবগুলো পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রোববার ১১৭ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে।’
হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আইন অমান্য করে প্রচারে অংশ না নেওয়ার জন্য তৃতীয়ধাপে তিনজন সংসদ সদস্যকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা ত্যাগ করেছেন। তাই অন্য কোনো অ্যাকশনে আমাদের যেতে হয়নি।’
ইসি সচিব আরও বলেন, ‘নয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও লোহাগাড়া, মিঠাপুকুর, কেশবপুর এই তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাহার করেছি। এছাড়াও বেশকিছু ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি।’
রোববার (২৪ মার্চ) তৃতীয় ধাপের ১১৭ উপজেলার নির্বাচন। তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২৫ জেলার ১১৭ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে তিন উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। আর প্রথম ধাপের উপজেলায় কোনো বিজিবি মোতায়েন করা হয়নি।
সারাবাংলা/জিএস/একে