প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন পালন করা হয়নি জানতে চাই: হানিফ
২১ মার্চ ২০১৯ ১৯:২৬ | আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৯:৩৫
ঢাকা: নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা এর আগেও আন্দোলন করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন। নিরাপদ সড়কের জন্য প্রধানমন্ত্রী কিছু নির্দেশনাও দিয়েছেন। যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের কাছে জানতে চাই, এতদিনেও প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন পালন করা হয়নি?’
বৃহস্পতিবার (২১ মার্চ) তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘সরকারি কর্মকর্তা যারা আছেন, নিরাপদ সড়কের জন্য আপনারা কী পদক্ষেপ নিয়েছেন, সেটা আমরা সবার পক্ষ থেকে জানতে চাই। আপনারা বিভিন্ন অজুহাত দেখাবেন, সেই ব্যর্থতার দায়ভার আমরা নিতে চাই না। দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ব্যর্থতার দায়ভার নিতে হবে।’
শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, ‘সড়কে একজন ছাত্র মারা গেছেন। এ ঘটনায় আমরা ব্যথিত। আমরা চাই, রাস্তা নিরাপদ হোক, নিরাপদ সড়ক হোক। আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে পূর্ণ সমর্থন প্রকাশ করছি।’
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি গোলাম আজমকে নিয়ে এলেন। নিষিদ্ধ জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিলেন।’
বিএনপির রাজনীতি প্রসঙ্গে হানিফ বলেন, ‘বর্তমানে বিএনপির রাজনীতি করার কোনো ইস্যু নেই। নেই বলে তারা এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। নিজেরা কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এখন তারা অন্যের কাঁধে ভর করে রাজনীতি করছে। কেউ কিছু করলে তাদের কাঁধে ভর করে এগুনো যায় কি না, এটা বিএনপির চিন্তা।’
খালেদা জিয়ার মামলা সম্পর্কে মাহবুবুল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আমরা করিনি। ব্যারিস্টার মইনুল হোসেন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। তার হাত দিয়ে মামলাটি হয়েছিল।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হানিফ বলেন, ‘যে ব্যক্তি আপনার নেত্রীর বিরুদ্ধে মামলা দিলো, সেই ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে আপনার এত সখ্য কেন? বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে কারাগারে দেখতে চাই, তাকে কারাগারের বাইরে দেখতে চায় না।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর প্রগতি সরণী এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী (২০) মারা যান। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা।
এরইমধ্যে দুর্ঘটনাস্থলে নিহত শিক্ষার্থী আবরার হোসেনের নামে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সারাবাংলা/এমএইচ/একে/এমএনএইচ