সদরঘাটে নৌকা ডুবি, মারা গেলেন আহত শাহজালাল
১২ মার্চ ২০১৯ ০৫:৪৬ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৫:৫৩
।।স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকার সদরঘাটে সুরভী ৭ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় আহত শাহজালাল (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১১ মার্চ) রাত দশটা দশ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
তিনি সারাবাংলাকে বলেন, রোববার (১০ মার্চ) রাতে পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে তাকে ভর্তি করানো হয়। বুকে পিঠে ব্যাথা বিভিন্ন সমস্যা ছিল। কিন্তু আজ রাত দশটা দশ মিনিটে তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ৭মার্চ রাত নয়টার দিকে কামরাঙ্গীরচর থেকে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে একটি ডিঙি নৌকা করে সদরঘাটের লঞ্চে উঠতে যান শাহজালাল ও তার স্ত্রী সাহেদা এবং তার ভাই দেলোয়ার ও তার স্ত্রী জামসেদা। সঙ্গে ছিলেন শাহজালালের দুই মেয়ে মীম (৮), ও মাহি (৬) এবং দেলোয়ারের সাতমাস বয়সী শিশু জুনায়েদ। কিন্তু লঞ্চে উঠার আগেই সুরভী-৭ লঞ্চের ধাক্কায় তলিয়ে যায় তাদের নৌকাটি। এতে লঞ্চের পাখার আঘাতে দুই পা হারান শাহজালাল এবং নিখোঁজ হন বাকি ৬জন। এ সময় আহতাবস্থায় ওইদিন রাতে শাহজালালকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢামেকে ভর্তি করা হয়। আর সেখানেই তিনি মারা যান।
অন্যদিকে নিখোঁজ ৬জনকে উদ্ধারে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার মোট ছয়টি ডুবুরি ইউনিট ৪৮ ঘন্টার চেষ্টায় তাদের সকলের নদীতে ভেসে উঠা মরদেহ উদ্ধার করে। নৌকা ডুবির ঘটনায় শাহজালালসহ নিহতের সংখ্যা দাঁড়াল ৭। এ ঘটনায় বিআইডব্লিউটিএ তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে। তবে কোনো মামলা হয়নি এখন পর্যন্ত।
সারাবাংলা/এসএইচ/ইএইচটি