রোহিঙ্গাদের নির্যাতনের বিচার নিশ্চিতে কাজ করে যাবে আইসিসি
১১ মার্চ ২০১৯ ২৩:৪০ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ২৩:৪১
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংগঠিত নির্যাতনের বিচার নিশ্চিতে কাজ করে যাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর। আইসিসি’র প্রধান প্রসিকিউটর ফেতো বেনসুদা’র প্রতিনিধি দলের পক্ষে প্রসিকিউটর কার্যালয়ের পরিচালক ফাকিসো মচোচোকো সোমবার (১১ মার্চ) ঢাকার অভিজাত এক হোটেলে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এই কথা বলেন।
আইসিসি’র প্রধান প্রসিকিউটর ফেতো বেনসুদা’র প্রতিনিধি দলের পক্ষে প্রসিকিউটর কার্যালয়ের পরিচালক ফাকিসো মচোচোকো গণমাধ্যমকর্মীদের জানান, রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ চালিয়ে যাবে আইসিসি’র প্রধান প্রসিকিউটর। এ জন্য দলটি প্রাথমিক তথ্য সংগ্রহে (প্রিলিমিনারি এক্সামিনেশন) বাংলাদেশ সফর করছেন। এই সফরে তারা আইন, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেছেন। পাশাপাশি কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবিরে ভুক্তভোগীদের কথা শুনেছেন।
প্রসিকিউটর কার্যালয়ের পরিচালক ফাকিসো মচোচোকো আরো জানান, তাদের এই সফর কোনো তদন্ত কাজ নয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো অপরাধ সংগঠিত হলে প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন করতে হয়। এ জন্য তারা বাংলাদেশে প্রিলিমিনারি এক্সামিনেশন করতে এসেছেন। প্রিলিমিনারি এক্সামিনেশনের প্রতিবেদন প্রতিনিধি দলটি আইসিসি’র সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করবে। তারপর আইসিসি’র সংশ্লিষ্ট বিচারক অনুমতি দিলেই তদন্ত কাজ শুরু হবে।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংগঠিত খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহে (প্রিলিমিনারি এক্সামিনেশন) গত ৫ মার্চ (মঙ্গলবার) ঢাকায় আসেন আইসিসি’র প্রসিকিউটর কার্যালয়ের এক প্রতিনিধি দল। আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) প্রতিনিধি দলটির ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর ফেতো বেনসুদা। সে সময় তারা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানান। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিনিধি দলের ঢাকা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইসিসি’র প্রতিনিধি দল মূলত মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ সফর করছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের বিচার করার অধিকার আইসিসির আছে কিনা তা জানতে চেয়ে গত বছরের এপ্রিলে একটি আবেদন করেন প্রধান প্রসিকিউটর ফেতো বেনসুদা। প্রধান প্রসিকিউটর ফেতো বেনসুদার আবেদনের প্রেক্ষিতে শুনানির পর গত সেপ্টেম্বরে আদালত সিদ্ধান্ত দেয় যে তার এই অধিকার আছে।
সারাবাংলা/জেআইএল/ইএইচটি