Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনএন ও বিবিসি নির্বাচনকে ভুল ব্যাখ্যা দিয়েছে : জয়


৩১ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৫:০৫

।। সারাবাংলা ডেস্ক ।।

পশ্চিমা সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভুল ব্যাখ্যা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান।

বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনকে শান্তিপূর্ণ বলে জানিয়েছে উল্লেখ করে জয় বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সবাই অনুষ্ঠিত নির্বাচনকে নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য বলে রায় দিয়েছেন। তবে এটা হতাশাব্যঞ্জক যে, পশ্চিমা গণমাধ্যম সিএনএন ও বিবিসি আমাদের নির্বাচনকে ভুল ব্যাখ্যা দিচ্ছে।

ভোটের ফলাফল জানিয়ে জয় বলেন, চূড়ান্ত ফলাফল অনুসারে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৪৬টি, জাতীয় পার্টি ২৩টি, বিএনপি-জামাত ১০ ও অন্যান্য দলগুলো ৭টি আসন পেয়েছে।

এছাড়া, নির্বাচনে মোট ৬৬% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে বলে উল্লেখ করেন জয়।

তিনি বলেন, গণমাধ্যমগুলোর মতে রেজিস্টার্ড ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন ভোটারের মধ্যে আনুমানিক ৬ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৭১৬ জন ভোট দিয়েছেন। অর্থাৎ জাতীয় নির্বাচনে শতকরা ৬৬ ভাগ ভোট পড়েছে। নির্বাচনে ৬০-৭০ ভাগ ভোটারের উপস্থিতি ঐতিহাসিক। সামরিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ২০০৮ সালে ভোটারের আধিক্য আরো বেশি ছিল।

নির্বাচনি শৃঙ্খলা বিষয়ে জয় জানান, সারাদেশে ৪০ হাজার ১৯৯ টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ২২টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সাথে সাথে ভোট কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে এ ধরনের অনিয়মের হার শতকরা মাত্র ০.০৫ ভাগ। যেকোন সময়ের চেয়ে এটি কম।

বিজ্ঞাপন

সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে আরও বলেন, কোথাও কোথাও সংঘর্ষ ও ১৭ জনের নিহত হবার ঘটনা ঘটেছে। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে আইনপ্রয়োগকারী দলের এক সদস্য জামায়াত-বিএনপি কর্মীদের দ্বারা নিহত হয়েছেন। এছাড়া, সহিংসতায় আওয়ামী লীগের ৯ কর্মী, বিএনপি-জামায়াতের ৭ ও জাতীয় পার্টির ১ কর্মীর মৃত্যু হয়।

সারাবাংলা/এনএইচ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সজীব ওয়াজেদ জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর