Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মমুখী জাতি গঠনই আমাদের লক্ষ্য


২ জানুয়ারি ২০১৮ ১০:৫৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৩৩

ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যেনো কর্মবিমুখ না থাকে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। একটি কর্মমুখী জাতি গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। তার সরকার শাসক নয়, সেবক হয়ে জনগণের জন্য কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের সুশীল সমাজ হাইপোথেটিক্যাল চিন্তা করে, প্রাকটিক্যাল চিন্তা করে না। তারা অভিযোগ করে বলে যে টাকা ভাতা দেওয়া হয় তা দিয়ে সংসার চলে না। কিন্তু সংসার চালানোর দায়িত্ব সরকারের না। সরকারের দায়িত্ব কেউ যেন অবহেলিত না থাকে, অভুক্ত না থাকে সে ব্যবস্থা করা। মানুষ যাতে কর্মবিমুখ হয়ে না যায় সেদিকেই দৃষ্টি দিচ্ছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা জানিয়েছেন।

প্রতি বছর ২ জানুয়ারি দিবসটি পালন করা হচ্ছে যা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর সেই মেয়াদে প্রণয়ন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন বছর সকলের জন্য সুন্দর হোক সেই কামনায় শেখ হাসিনা বলেন, তার সরকার ক্ষমতায় আসার পর শিশু, বৃদ্ধ, দুস্থ্য, প্রতিবন্ধীদের জন্য সেবামূলক নানা কর্মসূচি নিয়েছে। বিধবা ভাতা, বয়ষ্কভাতা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী শিশুরা যাতে লেখাপড়া করতে পারে সে জন্য শিক্ষাভাতা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতিম শিশুদের বিশেষ ভাতা দেওয়া হচ্ছে। অনেক সন্তান বড় হয়ে বাবা-মা’র খোঁজ খবর নেয়না, তার জন্য পিতা-মাতা ভরণপোষণ আইন করা হয়েছে।

হিজরাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে তারা নিজেদের অবহেলিত মনে না করে, বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকার মাতৃত্বকালীণ ভাতার ব্যবস্থা করেছে দরিদ্র-কর্মজীবী মায়েদের জন্য।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশকে জাতি হিসেবে গড়ে তুলতে জাতির পিতা সংবিধানে সবার সেবা নিশ্চিত করে গিয়েছিলেন। অথচ দেশ যেভাবে এগোনোর কথা ছিল সেভাবে এগোতে পারেনি। সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই জাতির পিতার লক্ষ্য ছিল। সরকারও সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বয়স্ক ও বিধবাদের জন্য ভাতা চালু হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে ৩৫ লাখ বয়স্ক ব্যক্তিকে, ১২ লাখ ৬৫ হাজার বিধবাকে ভাতা দেয়া হচ্ছে। বছরে ৭৫৯ কোটি টাকা ভাতা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে ৭০০ টাকা করে। ৮ লাখ ২৫ হাজার প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। ৮৬ হাজার ৪শ এতিমকে মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

দেশের মানুষের উন্নয়নে ভবঘুরেদের পুনর্বাসন আইন, প্রতিবন্ধী সুরক্ষা আইন, বাবা-মাকে ভরণপোষণ আইন, নিউরো ডেভেলপমেন্ট আইন, জাতীয় প্রবীণ নীতিমালা করা হয়েছে বলেও জানিয়েছেন শেখ হাসিনা।

সারাবাংলা/এমএম/জেএএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজসবা