বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি নিহত
৩০ ডিসেম্বর ২০১৭ ১২:১০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১২:৪৩
ডিস্টিক্ট করেসপন্ডেন্ট,লালমনিরহাট
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে শফিকুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিহত শফিকুল ইসলাম হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের জয়নাল আবেদীনের পুত্র বলে জানা গেছে। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) নিশ্চিত করেছে। নিহতের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছে বিজিবি।
বিজিবি ও এলাকাবাসী জানান, জেলার হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্ত দিয়ে বাংলাদেশি একদল গরু পারাপারকারী রাখাল শনিবার রাতে গরু আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথারী গুলি চালালে ঘটনাস্থলেই শফিকুল নিহত হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিএসএসের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং নিহতের লাশ ফেরৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে গত ৯ ডিসেম্বর রাজশাহীর গোদাগাড়ীতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সারাবাংলা/আরসি/টিএম