Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা চলবে কি না জানা যাবে ১৩ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২২ ১২:০৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২২ ১৪:১৫

জোবায়দা রহমান, ফাইল ছবি

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ এপ্রিল এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন জানা যাবে জোবায়দা রহমানের বিরুদ্ধে এই মামলা চলবে কি না।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতে জোবায়দা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।

বিজ্ঞাপন

গত বছরের ১ এপ্রিল জোবাইদা রহমানের এই লিভ-টু-আপিলের শুনানি শেষে ৮ এপ্রিল আদেশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই আদেশ আর হয়নি। প্রায় এক বছর পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে বৃহস্পতিবার আবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদালত আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর পরের বছর তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। একইসঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবায়দা রহমান। আজ ওই আপিলের শুনানি শেষে রায়ের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

জোবায়দা রহমান বর্তমানে তার স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে রয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

জোবায়দা রহমান তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর