Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজির আরেক মামলায় আউয়াল রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ১৯:৫৫ | আপডেট: ২ জুন ২০২১ ২১:৪৮

এম এ আউয়াল। ফাইল ছবি

ঢাকা: পল্লবীতে সাহিনুদ্দিন হত্যা মামলার আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে এবার চাঁদাবাজির মামলায় ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (২ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের ভার্চুয়াল আদালত ওই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামালের দায়ের করা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার সাব-ইন্সপেক্টর অনয় কুমার। প্রথমে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ড শুনানি হয়।

এর আগে, সাবেক সাংসদ এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে পল্লবীর সাহিনুদ্দিন হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে ২৬ মে কারাগারে পাঠানো হয়।

তারও আগে, ২০ মে ভোরে ভৈরবের একটি মাজার থেকে আউয়ালকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সারাবাংলা/এআই/একেএম

চাঁদাবাজির মামলা টপ নিউজ রিমান্ডে সাবেক এমপি আউয়াল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর