Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মসমর্পণ করে জামিন পেলেন রিতা দেওয়ান

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ১২:২২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৬:৩৯

ঢাকা: আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন পেয়েছেন বাউল শিল্পী রিতা দেওয়ান।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আইনজীবীর মাধ্যমে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

গত ২ ডিসেম্বর রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। এর আগে গত ৩১ জানুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ইমরুল হাসান নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৩১ জানুয়ারি ফেসবুক, ইউটিউবে দেখতে পান রিতা দেওয়ান একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আল্লাহ তাআলাকে শয়তান, মুনাফিক, দুইমুখী বলেও গালি দেন রিতা দেওয়ান। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে উচ্চস্বরে শব্দাবলীর সাহায্যে বাদীসহ মানুষের অনুভূতিতে কঠোরভাবে আঘাত করেছেন।

সারাবাংলা/এআই/পিটিএম

জামিন টপ নিউজ রিতা দেওয়ান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর