Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে গোল্ডেন মনির কারাগারে


১০ ডিসেম্বর ২০২০ ২২:০৬

ঢাকা: অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে বাড্ডা থানার দায়ের করা পৃথক তিন মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শুনানি শেষ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ আদেশ দেন। একই সাথে আগামী ১৩ ডিসেম্বর জামিন শুনানির তারিখ ধার্য করেন আদালত।

২৭ দিনের রিমান্ড শেষে গোল্ডেন মনিরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ। অপরদিকে গোল্ডেন মনিরের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত গোল্ডেন মনিরকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য এ তারিখ ধার্য করে দেন।

গত ২২ নভেম্বর গোল্ডেন মনিরের ১৮ দিন এবং ৩ ডিসেম্বর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২০ নভেম্বর রাত ১০টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। রাতভর অভিযানে ৬ শ ভরি স্বর্ণালঙ্কার, একটি বিদেশি পিস্তল ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। এ ছাড়া বিলাসবহুল পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে দশটি দেশের প্রায় ৯ লাখ টাকার অবৈধ মুদ্রা পাওয়া গেছে। এ সব অপরাধে গোল্ডেন মনিরকে গ্রেফতারের পর হেফাজতে নেয় র‍্যাব।

গোল্ডেন মনির মনির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর