Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা


৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৭

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। অবহেলাজনিত কারণে বিস্ফোরণের অভিযোগ এনে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পুলিশের এসআই হুমায়ন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পুলিশের করা মামলায় গ্যাস, বিদ্যুৎ অথবা মসজিদ কমিটির যে কেউ আসামি হতে পারে। সেটি তদন্তে বেরিয়ে আসবে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পৌনে ৯টায় মসজিদের ভেতরে থাকা এসির বিস্ফোরিত হয়।

মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
জ্বালানি বিভাগের কর্মকর্তাদের কারণে মসজিদে বিস্ফোরণ হলে ব্যবস্থা
মসজিদে এসি বিস্ফোরণ: ঘটনা তদন্তে তিতাসের ৫ সদস্যের কমিটি
নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, ৩৭ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

টপ নিউজ মসজিদে বিস্ফোরণ মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর