Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র মামলা থেকে অব্যাহতি পেলেন সেই রাবেয়া খাতুন


৩০ অক্টোবর ২০১৯ ১৫:৪৪

ঢাকা: প্রায় দেড় যুগ আগের এক অস্ত্র মামলা থেকে অবশেষে হাইকোর্ট থেকে অব্যাহিত পেলেন অশীতিপর রাবেয়া খাতুন। বুধবার (৩০ অক্টোবর) অব্যাহতি দিয়ে রায় দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তেজগাঁও থানার ওই অস্ত্র মামলা থেকে তাকে অব্যাহিত দেন।

আদালতে এই আবেদনের পক্ষর আইনজীবী আশরাফুল আলম নোবেল জানান, ২০০২ সালে রাবেয়ার নামে এজাহার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। বিচারিক আদালতে দীর্ঘদিন ধরে চলা মামলাটির নিষ্পত্তি হচ্ছিল না।রাবেয়ার দেওয়া তথ্য অনুযায়ী তার বয়স ১০৪ বছর। পরে পত্রিকার খরবটি দেখে হাইকোর্টে আবেদন করি। পরে আদালত ২৯ এপ্রিল রুল জারি করেন ও মামলার কার্যক্রম স্থগিত করেন।

বিজ্ঞাপন

গত ১৫ অক্টোবর মামলাটির চুড়ান্ত শুনানি হয়। আদালত রায়ে রুল যথাযথ ঘোষণা করে রাবেয়া খাতুনের ক্ষেত্রে মামলাটি কোয়াশড (বাতিল) করেছেন। অর্থাৎ রাবেয়া খাতুন এই মামলায় আর কোর্টে যেতে হবে না। তার ক্ষেত্রে মামলাটি নিষ্পত্তি হয়ে গেলো।

‘অশীতিপর রাবেয়া; আদালতের বারান্দায় আর কত ঘুরবেন তিনি’ শিরোনামে ২৫ এপ্রিল একটি দৈনিকে খবার প্রকাশ হয়। ওই প্রতিবেদনযুক্ত করে হাইকোর্টে আবেদন করেছিলেন আইনজীবী মো.আশরাফুল আলম।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়, অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে তেজগাঁও থানারএসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে অশীতিপর রাবেয়া খাতুনসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন ২০০২সালের ২ জুন।

মামলা নম্বর ১৯৩৮/০২। এরপর তিনি গ্রেফতার হন, ছয় মাস কারাগারে থেকে জামিনও পান। পরে তাকেসহ দুই আসামি জুলহাস ও মাসুদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০০৩ সালের ২৪ মার্চ শুরু হয় মামলার বিচার।

বিজ্ঞাপন

অশীতিপর টপ নিউজ রাবেয়া হাইকোর্ট

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর