Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজব ছড়িয়ে রেনু হত্যা: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট


২৮ জুলাই ২০১৯ ১১:২৯

ঢাকা: রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে গণপিটুনিতে রেনু হত্যার ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়েছে। রিটে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে রেনুর পরিবারকে ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে। সকালে জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসান।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও বাড্ডা থানার ওসিকে রিটে বিবাদী করা হয়।

গত ২০ জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন তাসলিমা বেগম। মেয়ের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে স্কুলের গেটে কয়েকজন নারী তাসলিমার নাম-পরিচয় জানতে চান। পরে লোকজন তাসলিমাকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নেন। কিছুক্ষণের মধ্যে বাইরে কয়েকশ লোক একত্র হয়ে তাসলিমাকে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের করে নিয়ে গণপিটুনি দেয়।

পরে রেনুকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রেনু মারা যান। এ ঘটনায় রেনুর বোনোর ছেলে সৈয়দ নাসিরউদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা চারশ থেকে পাঁচশ মানুষকে আসামি করে মামলা করেন। পুলিশ গণপিটুনির ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করে। এরইমধ্যে এ হত্যা মামলার অন্যতম আসামি হৃদয় ও রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন রেনু। তার চার বছরের একটি মেয়ে ও এগারো বছরের একটি ছেলে রয়েছে।

বিজ্ঞাপন

গণপিটুনি ছেলেধরা টপ নিউজ বাড্ডা রেনু হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর