Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিফাত হত্যা: ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি মিন্নির


১৯ জুলাই ২০১৯ ১৯:২২ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ২০:৪৫

ঢাকা: রিফাত শরীফ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা ‘স্বীকার করে’ বরগুনার আদালতে জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর বিশেষ আদালতে মিন্নি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন বরগুনা সদর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির।

তদন্ত কর্মকর্তা বলেন, ‘মিন্নি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় আমরা আজ তাকে আদালতে হাজির করি।আদালত ১৬৪ ধারায় মিন্নির জবানবন্দি রেকর্ড করেছেন।’

রিফাত হত্যার ঘটনায় মিন্নি জড়িত থাকার কথা স্বীকার করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মিন্নি তার স্বীকারোক্তিমূলক বক্তব্য আদালতের কাছে পেশ করেছে।’

এর আগে, শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে মিন্নিকে বিশেষ আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে আদালত থেকে জেলহাজতে পাঠানো হয়।

মিন্নি গত ১৭ জুলাই থেকে পাঁচদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষ হওয়ার দুইদিন আগে তাকে আদালতে নেওয়া হয়।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীরা। ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, মিন্নি আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।

গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মিন্নি ছিলেন এই মামলার প্রধান সাক্ষী।

বিজ্ঞাপন

রিফাত হত্যা মামলায় নয়ন বন্ড গ্রেফতার হলেও পরে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়।

গত ১৩ জুলাই রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার ছেলে রিফাতকে হত্যায় পুত্রবধূ মিন্নির হাত রয়েছে। ওই সংবাদ সম্মেলনে মিন্নিকে গ্রেফতারের দাবিও জানান রিফাতের বাবা।

এর তিনদিনের মাথায় মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। ১৬ জুন বরগুনা পুলিশ লাইনে মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায় রিফাত হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়েছে।

সারাবাংলা/একে

আরও পড়ুন

রিফাত হত্যায় এবার গ্রেফতার স্ত্রী মিন্নি
মিন্নিকে গ্রেফতারের দাবি শ্বশুরের
মিন্নির বাড়িতে পুলিশি পাহারা, রিফাত হত্যার ছায়াতদন্তে পিবিআই
রিফাত হত্যা মামলায়  ৪ জন গ্রেফতার
‘আমি এখন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি’
‘যে দলেরই হোক, রিফাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না’
‘প্রাণপণ চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারিনি, খুনিদের ফাঁসি চাই’
রিফাত হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ফের রিমান্ডে ৩ জন
রিফাত হত্যা: ০০৭ গ্রুপের সেই সাগর গ্রেফতার
রিফাত হত্যার বিচার অবশ্যই হবে: আইনমন্ত্রী
‘০০৭’ গ্রুপের মিশন, রিফাত হত্যা পরিকল্পনা আগের রাতেই
আজকের কার্টুন: রিফাত হত্যার ভিডিও ভাইরাল
রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিকও
রিফাত হত্যা: আসামি ধরতে সীমান্তে রেড অ্যালার্ট জারির নির্দেশ
রিফাত হত্যাকাণ্ড মানেই আইনশৃঙ্খলার অবনতি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নয়ন বন্ড মিন্নি রিফাত শরীফ রিফাত হত্যা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর