মিন্নি ৫ দিনের রিমান্ডে
১৭ জুলাই ২০১৯ ১৬:০০ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ২০:২২
বরগুনা: বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুলাই) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ। রিফাত হত্যার ঘটনায় প্রাথমিকভাবে তার সম্পৃক্ততা পাওয়ায় মিন্নিকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার মো. মারুফ হোসেন। যদিও ওই হত্যাকাণ্ডের মামলায় তার স্ত্রী ছিলেন এক নম্বর সাক্ষী।
গত ২৬ জুন বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাতকে (২৩) তার স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল লোক। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নয়ন বন্ডসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন রিফাতের বাবা। মিন্নি ছিলেন সেই মামলার সাক্ষী।
এ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। রিফাতকে আক্রমণকারীদের একজন ছিলেন নয়ন বন্ড। পুলিশ তাকে আটকও করেছিল। পরে বন্দুকযুদ্ধে নয়ন বন্ডের মৃত্যু হয়।
এদিকে গত ১৩ জুলাই রিফাত শরীফের বাবা দুলাল শরীফ সংবাদ সম্মেলনে জানান, সিসিটিভি ফুটেজে পুত্রবধূ মিন্নির গতবিধি সন্দেহজনক। পরবর্তীতে সেই হামলাকারীদের নিবৃত্ত করতে চাইলেও বিষয়টি তার কাছে পরিকল্পিত বলে মনে হয়। তিনি মিন্নিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান।
সারাবাংলা/একে
আরও পড়ুন
রিফাত হত্যায় এবার গ্রেফতার স্ত্রী মিন্নি
মিন্নিকে গ্রেফতারের দাবি শ্বশুরের
মিন্নির বাড়িতে পুলিশি পাহারা, রিফাত হত্যার ছায়াতদন্তে পিবিআই
রিফাত হত্যা মামলায় ৪ জন গ্রেফতার
‘আমি এখন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি’
‘যে দলেরই হোক, রিফাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না’
‘প্রাণপণ চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারিনি, খুনিদের ফাঁসি চাই’
রিফাত হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ফের রিমান্ডে ৩ জন
রিফাত হত্যা: ০০৭ গ্রুপের সেই সাগর গ্রেফতার
রিফাত হত্যার বিচার অবশ্যই হবে: আইনমন্ত্রী
‘০০৭’ গ্রুপের মিশন, রিফাত হত্যা পরিকল্পনা আগের রাতেই
আজকের কার্টুন: রিফাত হত্যার ভিডিও ভাইরাল
রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিকও
রিফাত হত্যা: আসামি ধরতে সীমান্তে রেড অ্যালার্ট জারির নির্দেশ
রিফাত হত্যাকাণ্ড মানেই আইনশৃঙ্খলার অবনতি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী