Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি মিজানের ক্রোক সম্পত্তি নিজের দাবি করে আদালতে নারী


৩ জুলাই ২০১৯ ১৯:৪৮

ফাইল ছবি: ডিআইজি মিজান

ঢাকা: দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান মিজানের ক্রোককৃত সম্পত্তির একটি নিজের বলে দাবি করেছেন শেফালী বেগম নামে এক নারী।

বুধবার (৩ জুলাই) বিকেলে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সম্পত্তিটির ওপর ক্রোক ‍তুলে নেওয়ার আবেদন করেন।

এ সংক্রান্ত শুনানি শেষে মামলার তদন্তকারী কর্মকর্তাকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ২৫ আগস্ট এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।

শেফালী বেগম রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ৬০/খ, কাজীর দর্গা ধলপুরের মো. জুনায়েদ ইসলামের স্ত্রী।  তার দাবি কাকরাইল মৌজার সিটি-৫৯৮৮ নং দাগের ১৪৮৫ অযুতাংশ জমির মধ্যে ০০৪০ অযুতাংশ জমি তার। এছাড়া জমিটির ১১ তলা ভবনের দ্বিতীয় তলার উত্তর দিকের ১৪৭৬ বর্গফুটের ফ্ল্যাট এবং বেজমেন্টের ৮ নং কারপার্কিং স্পেসটিও তার। যা সম্প্রতি মিজানের সম্পত্তি বলে ক্রোক করা হয়েছে।

ওই নারীর পক্ষের বুধবার আইনজীবী এমএম রাশেদ সারোয়ার সম্পত্তির ওপর ক্রোক অবমুক্তির আবেদন করেন।

আবেদনে বলা হয়, সালের ৭ জানুয়ারির দিকে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারসের কাছ থেকে ২০১৬ সালে রেজিস্ট্রি দলিলমূলে জনৈক ব্যবসায়ী মাহমুদুল হাসান ক্রয় করেন। যা আবেদনকারী চলতি বছর ২৫ এপ্রিল ব্যবসায়ী মাহমুদুল হাসানের কাছ থেকে কিনে নেন।

এ জমির সঙ্গে আবেদনকারী নারীর কোনো সম্পর্ক ও সংশ্লিষ্টতা নেই। তাই ক্রোক হওয়া সম্পত্তি অবমুক্ত করা প্রয়োজন।

এর আগে গত ২০ জুন জিআইজি মিজানের নামে বেনামে থাকা উল্লেখিত সম্পত্তিসহ ৭ প্রকারের সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

আরও পড়ুন

আসলেন না ডিআইজি মিজান, ৮ জুলাই ফের তলব
হাইকোর্টে আগাম জামিন আবেদন ডিআইজি মিজানের
ডিআইজি মিজানের অস্ত্রের লাইসেন্স জব্দে দুদকের চিঠি
পরোয়ানা থাকলে ডিআইজি মিজান গ্রেফতার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত
ডিআইজি মিজান ও বাছিরকে দুদকে তলব
ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা
‘ডিআইজি মিজান আইনের ফাঁক দিয়ে বের হতে পারবেন না’
ডিআইজি মিজানের সম্পত্তি ক্রোকের নির্দেশ

টপ নিউজ ডিআইজি মিজান মিজানের সম্পত্তি সম্পত্তি ক্রোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর