Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজার সংযম সারাবছর ধরে রাখতে হবে: প্রধান বিচারপতি


২০ মে ২০১৯ ২১:২৩

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, রমজান হলো সিয়াম সাধনার মাস। এই রমজানে আমরা যে সংযম নিজের মধ্যে ধারণ করি। সে সংযম সারাবছর নিজেদের মধ্যে ধরে রাখতে হবে।

সোমবার (২০ মে) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘রমজানে অর্জিত সংযম আমরা যদি সারাবছর নিজেদের মধ্যে ধারণ করতে পারি তাহলে আমরা প্রকৃত মুসলমান হিসেবে গড়ে উঠতে পারব।’

পরে প্রধান অতিথির বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

সমিতির সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট এ কে এম ফয়েজ, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজমুল হক, সমিতির ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কে এম জাহিদ সারওয়ার কাজল, সংগঠনটির প্রচার সম্পাদক একেএম এহসানুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেডকে/একে

প্রধান বিচারপতি রোজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর