Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতির শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২ ১৭:০৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৯:৫৬

পাকিস্তানের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আয়েশা মালিক। সোমবার (২৪ জানুয়ারি) দেশটির প্রধান বিচারপতি গুলজার আহমেদ তাকে শপথবাক্য পাঠ করান। দেশটির স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ আদালতে এই প্রথম কোনো নারী বিচারপতি হলেন।

সোমবার শপথ অনুষ্ঠানের পর প্রধান বিচারপতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিচারপতি আয়েশা মালিক সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যোগ্য এবং তার পদোন্নতির কৃতিত্ব কেবল মাত্র তার নিজের ছাড়া আর কারো নয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাকিস্তানে বিচারপতিদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেয় জুডিশিয়াল কমিশন অব পাকিস্তান (জেসিপি)। বিচারপতি আয়েশা মালিকের পদোন্নতি নিয়ে জেসিপিতে ব্যাপক মতবিরোধ ছিল।

৫৫ বছর বয়সি আয়েশা মালিককে গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল জেসিপি। নয় সদস্যের কমিশনের চার সদস্য তার পদোন্নতির পক্ষে সায় দিলেও বাকি পাঁচ সদস্য বিরুদ্ধে ভোট দেন। দীর্ঘ মতবিরোধের পর ৬ জানুয়ারি ফের জেসিপিতে ভোটাভুটি হয়। এতে ৫ জন সদস্য আয়েশা মালিকের পক্ষে ভোট দিলে তার নিয়োগ চূড়ান্ত হয়।

বিচারপতি আয়েশা মালিক প্যারিস এবং নিউইয়র্কে তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন। পরে করাচি গ্রামার স্কুল থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

তিনি লাহোরের পাকিস্তান কলেজ অব ল থেকে আইন বিষয়ের উপর ডিগ্রি নেন। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুল থেকে এলএলবি সম্পন্ন করেন। ২০০১ সালে তিনি পাকিস্তানের বিচারবিভাগে যোগ দেন। বর্তমানে তিনি লাহোর হাইকোর্টের বিচারপতি। বিচারপতি হিসেবে তিনি বহু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

টপ নিউজ পাকিস্তান বিচারপতি আয়েশা মালিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর