Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডে ৬ মাসে আক্রান্ত ১, তাতেই ফিরল লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২১ ১৪:২৭ | আপডেট: ১৭ আগস্ট ২০২১ ১৭:২৯

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন

নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত হওয়ায় ফের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে এক সপ্তাহ এ লকডাউন কার্যকর থাকবে।

এদিন নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ডে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। তবে ওই আক্রান্ত ব্যক্তি করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বব্যাপী করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক প্রাদুর্ভাবে ফের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় ওই ভ্যারিয়েন্টের বিস্তার রুখতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে। নিউজিল্যান্ডও একজন আক্রান্ত শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে লকডাউনের সিদ্ধান্ত নিলো।

উল্লেখ্য যে, গত ছয় মাস ধরে নিউজিল্যান্ড করোনামুক্ত। ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো মঙ্গলবার একজনের শরীরের এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হলো।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এ ব্যাপারে বলেন, ‘আমরা অন্যান্য দেশে দেখেছি, বিশেষ করে সিডনিতে যে, বাড়ির বাইরে অপ্রয়োজনীয় ঘোরাফেরার কারণে করোনার গোষ্ঠী সংক্রমণ বেড়ে গেছে’।

সারাবাংলা/আইই

নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর