উত্তর প্রদেশে ৬৫ বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার
২৬ জুলাই ২০২১ ১৬:০১ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৭:৩০
ভারতের উত্তর প্রদেশে ৬৫ বছরের এক নারীর হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে। নির্যাতনের খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। (খবর, হিন্দুস্তান টাইমস)
সোমবার (২৬ জুলাই) উত্তর প্রদেশ পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, প্রদেশের কাবারি শহরে মধ্য ষাটের ওই নারী এমন অমানবিক ঘটনার শিকার হয়েছেন।
সেখানকার পুলিশের এএসপি রাজেন্দ্রা কুমার গৌতম বলেন, নির্যাতনের শিকার ওই নারী একজন নির্যাতনকারী হিসেবে একজন ব্যক্তিকে শনাক্ত করেছেন। ভারতীয় দণ্ডবিধির আইপিসির এসংক্রান্ত ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারত কুশ্বাহা নামক ৪৫ বছরের ওই ব্যক্তিকে পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/আরএফ
টপ নিউজ ধর্ষণ ধর্ষণের শিকার ৬৫ বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার নারী ভারতের উত্তর প্রদেশ