Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: ভারতে ফের দৈনিক সংক্রমণ শনাক্তের রেকর্ড


১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:১৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪০

নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আক্রান্ত শনাক্তের দৈনিক হিসাবে ফের রেকর্ড করেছে ভারত। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৭ হাজার ৮৯৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর মধ্য দিয়ে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জনে। করোনা আক্রান্ত ও মৃতের বৈশ্বিক তালিকায় ভারত এখন দ্বিতীয় স্থানে। তালিকায় ভারতের ওপরে রয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ২৮ হাজার ৩০১ জন।

একই সঙ্গে, ভারতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা হয়েছে ৮৩ হাজার ২৩০ জন। গত দুই সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক সহস্রাধিক মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪২ হাজার ২১৮ জন। মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ১৫৯ জনের। এছাড়াও, সুস্থ হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন দুই কোটি ১৮ লাখ আট হাজার ৪০৯ জন।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর