Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে মুসলমানদের নিপীড়ন, পণ্যে নিষেধাজ্ঞার উদ্যোগ যুক্তরাষ্ট্রে


৯ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৬

চীনের জিনজিয়াং প্রদেশে বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পণ্য তালিকায় রয়েছে তুলা ও টমেটো। খবর বিবিসি।

মার্কিন প্রশাসনের দাবী— চীনের এ অঞ্চলে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর নিপীড়ন চালানো হয়। মুসলিম শ্রমিকদের কৃষিকাজে বাধ্য করে উৎপাদন করা হয় এসব কৃষিপণ্য। ফলে এসব পণ্য যুক্তরাষ্ট্রের আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, তুলা ও টমেটো চীন থেকে শুল্কমুক্ত আমদানি করার পণ্যের তালিকায় অন্যতম।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আটকে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। মানব পাচার, শিশু শ্রমসহ সব ধরনের মানবাধিকার নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চীনের জিনজিয়াং প্রদেশে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসের অভিযোগে কয়েক বছর ধরে নিরাপত্তা কার্যক্রম বৃদ্ধি করেছে চীন। অনেকের ধারণা, ওই প্রদেশে কয়েক লাখ মানুষকে আটকে রেখেছে সরকারি কর্তৃপক্ষ। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবী— আটকদের বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হয়।

উইঘুর চীন জিনজিয়াং টপ নিউজ নিষেধাজ্ঞার উদ্যোগ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর