Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের করোনা ভ্যাকসিন দ্বিতীয় ট্রায়ালেও সফল


২২ জুলাই ২০২০ ০০:০২ | আপডেট: ২২ জুলাই ২০২০ ১১:৫৪

চীনা প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিকস-এর করোনাভাইরাসের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপেও সফল হয়েছে। প্রাপ্তবয়স্কদের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ১৮ বছরের বেশি বয়সীদের শরীরে অ্যান্টিবডি উৎপন্ন করছে দাবি করে চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানসেটে এক প্রতিবেদন প্রকাশ হয়েছে।

দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ৫০৮ জনের শরীরে অ্যাডেনোভাইরাস টাইপ ৫ ভেক্টরড কোভিড-১৯ (অ্যাড ৫-এনসিওভি) ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। এর আগে ১৮-৬০ বছর বয়েসী ১০৮ জনের শরীরে প্রয়োগ করে ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়াল চলে। প্রথম ধাপের ট্রায়ালের ফলাফল গত মে মাসে প্রকাশ হয়। দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ইতিবাচক ফলাফলে অনেকটাই আশার সঞ্চার হয়েছে। বর্তমানে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল চলছে।

বিজ্ঞাপন

                                       আরও পড়ুন-   কোভিড-১৯: ভ্যাকসিন অনুমোদন পায় যে প্রক্রিয়ায়

দ্বিতীয় ধাপের ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের গড় বয়স ছিলো ৩৯.৭ বছর। ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রায় ৭৫ শতাংশের বয়স ১৮-৪৪ বছরের মধ্যে। ২৬ শতাংশ স্বেচ্ছাসেবকের বয়স ৪৫-৫৪, এছাড়া ৫৫ বছরের বেশি বয়সী ছিলেন ১৩ শতাংশ। এসব স্বেচ্ছাসেবকদের কেউই এর আগে সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) ও এইডসে আক্রান্ত হোননি।

ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, স্বেচ্ছাসেবকদের অর্ধেকের শরীরে ভ্যাকসিনটির  দু’টি ডোজ প্রয়োগ করা হয় (1 × 1011 viral particles, n = 253; 5 × 1010 viral particles, n = 129)। ২৫৩ জনের শরীরের প্রয়োগ করা ভ্যাকসিনটির উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি  ডোজ এবং ১২৯ জনের শরীরের প্রয়োগ করা হয় অপেক্ষাকৃত নিম্ন ক্ষমতাসম্পন্ন ডোজ। এছাড়া বাকি ১২৬ জনের শরীরের দেওয়া হয় কার্যকারিতাহীন প্রতিলিপি বা প্লাসিবো। ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ভ্যাকসিনের উভয় ডোজ শরীরের উল্লেখযোগ্যভাবে অ্যান্টিবডি উৎপন্ন করেছে।

বিজ্ঞাপন

গত বছরের শেষ নাগাদ চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে পৃথিবীর প্রায় সবকটি দেশই ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এ পর্যন্ত ৬ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ ভাইরাসের নিশ্চিত কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তবে ২৩টি ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে। এছাড়া আরও ১৪০টি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে।

আরও পড়ুন- দেশে চীনের করোনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন

করোনা করোনাভাইরাস ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর