পাকিস্তানে সাংবাদিক মাতিউল্লাহ জানকে অপহরণের অভিযোগ
২১ জুলাই ২০২০ ২০:৩৯ | আপডেট: ২১ জুলাই ২০২০ ২০:৫৭
পাকিস্তানের সাংবাদিক মাতিউল্লাহ জান দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। মঙ্গলবার (২১ জুলাই) মাতিউল্লাহ জানের স্ত্রীর বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এছাড়া সাংবাদিকের ছেলে টুইটার পোস্টে তার বাবা অপহরণ হয়েছেন বলে জানান।
পাকিস্তানের প্রখ্যাত এই সাংবাদিকের স্ত্রী জানান, মঙ্গলবার ইসলামাবাদের সেক্টর-জি এলাকার একটি স্কুলের পাশ থেকে অপহরণ করা হয় মাতিউল্লাহ জানকে। ওই স্কুলে মাতিউল্লাহ জানের স্ত্রী চাকরি করেন।
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে মাতিউল্লাহ জানের স্ত্রী বলেন, স্কুলের গার্ডরা এসে আমাকে জানালো জানের গাড়িটি প্রায় দুই ঘণ্টা ধরে বাইরে পার্কিং করা। তখনই আমি ধারণা করেছিলাম কোনো গণ্ডগোল হয়েছে। গাড়িটির দরজা খোলা ছিলো এবং চাবি ভিতরে ছিলো। গাড়ি থেকে তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিলো।
এদিকে মঙ্গলবার অপহরণের সময়কার বলে একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজটি পাকিস্তানের বিভিন্ন সাংবাদিক সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। এতে দেখা যায় অস্ত্রসহ কয়েকজন লোক এক ব্যক্তিকে টানাহেঁচড়া করছেন। অস্ত্রধারীরা অন্তত তিনটি গাড়ি থেকে বেরিয়ে আসেন।
পাকিস্তানের মানবাধিকার কমিশন এ ঘটনার নিন্দা জানিয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সরকারকে দ্রুত সাংবাদিকের অবস্থান জানার তাগিদ দিয়েছে।
এর আগে পাকিস্তানের বিচারব্যবস্থা ও বিচারকদের নিয়ে করা এক টুইটের জেরে মাতিউল্লাহ জানকে তলব করেন আদালত। বুধবার আদালতে হাজির হওয়ার তারিখ ছিলো। এর একদিন আগে তিনি অপহরণের শিকার হলেন।