শেনজেন ভিসার খসড়া তালিকায় বাংলাদেশ নেই; আছে ভারত, মিয়ানমার
২৯ জুন ২০২০ ০৯:০১ | আপডেট: ২৯ জুন ২০২০ ১২:০১
বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ১ জুলাই (বুধবার) থেকে ইইউ সদস্য দেশগুলো সীমান্ত খুলে দেওয়ার এক প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ দিন থেকে শেনজেন ভিসা নিয়ে কয়েকটি দেশের নাগরিকরা ইউরোপে প্রবেশ করতে পারবেন। এবার এমন অর্ধশতাধিক দেশের খসড়া একটি তালিকা প্রকাশ হয়েছে। তবে এ তালিকায় বাংলাদেশের নাম নেই।
ইউরোপভিত্তিক সংবাদমাধ্যম ইউরোনিউজ ব্রাসেলসে ইইউর কূটনীতিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৬ জুন) একটি প্রতিবেদনে ৫৪টি দেশের তালিকা প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, অন্তর্ভুক্তির মানদণ্ডের উপর বহু বিতর্কের পরে শেনজেন ভিসার সুবিধা নিতে পারবে এমন দেশগুলোর তালিকা অনুমোদিত হয়েছে। চলতি সপ্তাহেই এ তালিকা প্রকাশ হতে পারে। এ তালিকা প্রতি দুই সপ্তাহ পর পর ইইউ পর্যালোচনা করবে।
এদিকে প্রকাশিত খসড়া তালিকা ঘেঁটে দেখা গেছে এতে প্রতিবেশী ভারত, ভুটান, মিয়ানমার থাকলেও বাংলাদেশের নাম নেই। ফলে ১ জুলাই ইউরোপের দেশগুলোর সীমান্ত খুললেও বাংলাদেশের নাগরিকরা শেনজেন ভিসার সুবিধা নিয়ে ইউরোপে প্রবেশ করতে পারবে না। তবে ইউরোনিউজ তাদের প্রতিবেদনে জানায়, খসড়া এ তালিকা নিয়ে ইউরোপের দেশগুলো এখনও বিতর্কে লিপ্ত। বিশেষ করে কোন দেশ এ তালিকায় অন্তর্ভুক্ত হবে আর কোন দেশ হবে না তা নিয়ে ইইউ কর্মকর্তারা একমত হতে পারেননি।
ইউরোনিউজ প্রতিবেদনে জানায়, ১ জুলাই ইইউ সদস্য দেশগুলো অন্য দেশের নাগরিকদের জন্য ফের সীমান্ত খুলে দেবে। তবে এখনও বিতর্ক জারি থাকায় এ তারিখ পিছিয়েও যেতে পারে।
ইউরোনিউজের প্রকাশিত তালিকায় থাকা দেশগুলো হলো- আলবেনিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, অ্যান্ডোরা, বাহামাস, নামিবিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, কানাডা, চীন, কোস্টারিকা, কিউবা, উত্তর কোরিয়া, ডোমিনিকা, মিশর, ইথিওপিয়া, জর্জিয়া, গায়ানা, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, কাজাখিস্তান, লেবানন, মরিশাস, মোনাকো, মঙ্গোলিয়া, মন্টিনেগ্রো, ভেনিজুয়েলা, ভুটান, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, মরক্কো, মোজাম্বিক, নিউজিল্যান্ড, জাম্বিয়া, নিকারাগুয়া, পালাউ, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান, লেবানন, জাপান, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক, উগান্ডা, তুর্কমেনিস্তান, প্যারাগুয়ে, কসোভা, ইউক্রেন, উরুগুয়ে, ভ্যাটিকান সিটি ।