Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শয়তান পরাজিত, তানজানিয়া করোনামুক্ত: প্রেসিডেন্ট


১০ জুন ২০২০ ১০:১৬ | আপডেট: ১০ জুন ২০২০ ১৩:১৪

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া করোনাভাইরাস মুক্ত বলে ঘোষণা দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি। সোমবার (৮ জুন) রাজধানী দোদোমা’র একটি চার্চে দেওয়া ভাষণে তার দেশ করোনামুক্ত বলে দাবি করেন ম্যাগুফুলি। তিনি বলেন, ‘ঈশ্বর তানজানিয়ার সঙ্গে রয়েছেন, তাই এদেশে শয়তানের সব কূটকচাল বিফল হবে। এ কারণে করোনাও এখানে পরাজিত হয়েছে’।  খবর বিবিসি, আনাদলু এজেন্সি।

দেশটির জাম্বি টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে ম্যাগুফুলি বলেন, আমি আনন্দিত হয়েছে যে, দেশের নেতারা সবার আগে সৃষ্টিকর্তাকে রেখেছেন। সৃষ্টিকর্তা তানজানিয়াকে ভালোবাসেন। করোনা রোগটি দেশ থেকে নির্মূল করা হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ।

বিজ্ঞাপন

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস চিকিৎসায় দেশটির কৌশল নিয়ে ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তানজানিয়া দুই মাস ধরে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। গত ২৯ এপ্রিল দেশটি সবশেষ তথ্য প্রকাশ করে। ওইদিন প্রকাশিত তথ্যে দেখা যায়, দেশটিতে ৫০৯ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত সপ্তাহে তানজানিয়ার প্রেসিডেন্ট জানান, তার দেশের সবচেয়ে বড় শহর দারুস সালামে ৪ জন করোনা রোগীর চিকিৎসা চলছে।

গত মাসে তানজানিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানায়, দারুস সালামের হাসপাতালগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড় দেখা গেছে। ফলে সেখান থেকে আরও বেশি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ম্যাগুফুলি দেশবাসীকে বেশি বেশি প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন। ওইসময় তিনি দেশবাসীকে স্বাভাবিক জীবন-যাপনেরও আহ্বান জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

সোমবার তার দেশকে করোনামুক্ত ঘোষণা দেন জন ম্যাগুফুলি।  তিনি বলেন,  ‘তানজানিয়ার সব ধর্মের মানুষকে আমি ধন্যবাদ দিতে চাই। আমরা সৃষ্টিকর্তার প্রতি উপবাস ও প্রার্থনা করেছি যাতে তিনি আমাদের দেশ ও বিশ্বকে মহামারি থেকে মুক্তি দেন। সৃষ্টিকর্তা জবাব দিয়েছেন।’

প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি নিশ্চিত বহু তানজানিয়ান বিশ্বাস করেন যে, সৃষ্টিকর্তা করোনাভাইরাস নির্মূল করেছেন’। প্রেসিডেন্ট ম্যাগুফুলি তার বক্তব্যে পুরোহিত ও উপসাকদের গ্লাভস ও মাস্ক না পরার জন্য প্রশংসা করেন।

সামাজিক মাধ্যমে তানজানিয়ার নাগরিকরা তাদের প্রেসিডেন্টের এ ঘোষণার প্রতি সাধুবাদ ও প্রশংসা জানিয়েছেন। প্রেসিডেন্টের এ ঘোষণায় খুব শীঘ্রই ফের অর্থনীতি চাঙ্গা হবে ও ব্যবসা বাণিজ্য ও চাকরি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা।

করোনাভাইরাস তানজানিয়া

বিজ্ঞাপন

বিটিভির নাটক ‘লবণ জলের মানুষ’
২৪ জানুয়ারি ২০২৫ ২০:৪৬

আরো

সম্পর্কিত খবর