Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইটার কারখানায় আগুন, ইন্দোনেশিয়ায় শিশুসহ ৩০ জনের মৃত্যু


২১ জুন ২০১৯ ২২:৫২ | আপডেট: ২১ জুন ২০১৯ ২৩:০৮

ঢাকা: ইন্দোনেশিয়ার একটি দিয়াশলাই কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপির।

দিয়াশলাই কারখানাটি উত্তর সুমাত্রার রাজধানী মেডান থেকে একঘণ্টার দূরত্বে সাম্বিরজাও গ্রামে অবস্থিত। কারখানায় লাগা এই আগুন প্রায় একঘণ্টা স্থায়ী হয়।

লাংকাটের দুর্যোগ প্রশমন বিভাগের প্রধান ইরওয়ান সেহরী সংবাদ মাধ্যম জাকার্তা পোস্টকে বলেন, তিন শিশুসহ আগুনে আক্রান্তদের মরদেহ ভয়াবহভাবে দগ্ধ হয়েছে। আগুনের কারণে ওই কারখানায় থাকা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে, বুদি জুলকিফলি নামের স্থানীয় এক অধিবাসী জাকার্তা পোস্টকে জানান, জুমার নামাজে যাওয়ার সময় তিনি ঐ কারখানার ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান।

লাংকাটের দুর্যোগ প্রশমন বিভাগ (বিপিবিডি) মরদেহ শনাক্তকরণে অভিযান অব্যাহত রেখেছে।

উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র এম পি নায়াগোল এএফপিকে জানান, আগুন লাগার কারণ এখনও অস্পষ্ট। অধিকতর তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে। কারখানাটির মালিককে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/একে

আগুন জাকার্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর