Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিপাক্ষিক বন্ধুত্বের এই উজ্জ্বল নিদর্শন, অটুট থাকবে: কিম জং উন


২১ জুন ২০১৯ ২৩:১৪

ঢাকা: দুইদিনের উত্তর কোরিয়া সফর সমাপনীতে দুইদেশের সম্পর্ক সারাবিশ্বে অটুট বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হবে বলে চীনা প্রেসিডেন্ট  শি জিনপিংকে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

শুক্রবার (২১ জুন) উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ এজেন্সি (কেসিএনএ) এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে বৃহস্পতিবার(২০ জুন) শি জিনপিং এর সম্মানে স্থানীয় এক স্টেডিয়ামে কোরীয় ইতিহাস, সংস্কৃতি এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রকাশক মনোমুগ্ধকর পরিবেশনায় কয়েক হাজার মানুষ অংশ নেন। পিয়ংইয়ং এর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উত্তরকোরীয়দের অত্যন্ত আনন্দঘন পরিবেশে চীনা প্রেসিডেন্টকে উষ্ণ অভিনন্দন জানাতে দেখা গেছে।

কেসিএনএ আরও জানায়, যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক এবং আঞ্চলিক সিদ্ধান্তের ব্যাপারে নেতারা পরিবর্তিত পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন; ঠিক তখনই এশিয়ার দুই শীর্ষনেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত আলোচনায় ইতিবাচক অভিন্ন যোগাযোগ কৌশলের প্রশ্নে একমত হয়েছেন।

এদিকে, ১৪ বছরের ইতিহাসে প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং পিয়ংইয়ং এর আমন্ত্রণে সাড়া দিয়ে উত্তর কোরিয়া সফরে গেছেন।বেইজিং, পিয়ংইয়ং এর ঘনিষ্ঠতম কূটনৈতিক সমর্থক এবং প্রধান বাণিজ্য সহযোগী হিসেবে স্বীকৃত হলেও সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার নিউক্লিয়ার প্রকল্পে জাতিসংঘের নিষেধাজ্ঞায় চীনের সমর্থন এবং মার্কিন-চীন অবাধ বাণিজ্য ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছিল।

বিবিসি রিপোর্টে জানিয়েছে, বিবিধ নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া সারাবিশ্ব থেকে রাজনৈতিক, অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে তাদের অবস্থানের পেছনে চীনের শক্ত সমর্থনের বিষয়টি প্রমাণ করার মহড়া ছিল এ বৈঠক।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

কিম জং উন চীনা প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর