Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোরশে-অডিসহ দুই হাজার গাড়ি নিয়ে জাহাজ ডুবি


২১ মার্চ ২০১৯ ০১:৪০ | আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৫:২৮

অগ্নিকাণ্ডের পর অন্তত দুই হাজার গাড়ি বহনকারী একটি জাহাজ ডুবে গেছে আটলান্টিক মহাসাগরের ফ্রান্স উপকূলে। ইতালিয়ান একটি কন্টেইনার জাহাজে এই ভয়াবহ আগুন লাগে। এতে শত শত লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, জাহাজটিতে থাকা ২৭ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত সপ্তাহে বিলাশবহুল এসব গাড়ি নিয়ে জাহাজটি ব্রাজিলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। গ্রিমাল্দি গ্রুপের জাহাজটি এই গাড়িগুলো বহন করছিল। জাহাজটি ডুবে যাওয়ার ফলে পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করতে শুরু করে দেয় ফরাসি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গত ১২ মার্চ ফ্রান্সের ব্রেস্ট পোর্ট থেকে ১৫০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আটলান্টিক মহাসাগরে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ভয়াবহ রকমের আগুন লাগে ১০ মার্চ। অগ্নিকাণ্ডস্থলে সমুদ্রের গভীরতা ছিল ১৫ হাজার ফুট।

আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া ওই জাহাজটিতে বিখ্যাত গাড়ি নির্মাতা পোরশের ৩৭টি সহ অন্তত দুই হাজার গাড়ি ছিল। জার্মানভিত্তিক বিখ্যাত এই গাড়ি প্রস্তুতকারী কোম্পানি আরও জানায়, ডুবে যাওয়া জাহাজটি পোরশের ৯১১-জিটি২-আরএস সিরিজের চার ধরনের মডেল বহন করছিল। মডেলগুলো একবারেই নতুন। যার খুচরা মূল্য ছিল প্রায় দুই লাখ ৯৩ হাজার ২০০ ডলার।

এছাড়া, ইউরোপীয়ান গাড়ি নির্মাতা কোম্পানি অডি’র বেশ কিছু গাড়ি ছিল ওই জাহাজটিতে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গেবিন উইলিয়ামসন জানিয়েছেন, জাহাজে আগুন লাগার পর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তবে, দ্রুত জাহাজটিতে থাকা ২৭ নাবিককে নিরাপদে উদ্ধার করে সামরিক বাহিনী। এমন সাহসিকতায় ব্রিটিশ সামরিক বাহিনীর প্রশংসা করেন তিনি।

বিজ্ঞাপন

** ৫১ স্কুল শিক্ষার্থীকে নিয়ে বাস ছিনতাই

সারাবাংলা/এমআরপি

অডি জাহাজ পোরশে

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর