Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইতিতে ভূমিকম্প, মৃত ১০


৭ অক্টোবর ২০১৮ ১২:২৯ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৭:৪৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

হাইতির উত্তরাঞ্চলে ৫.৯ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও ১৩০ জন। রোববার (৭ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, পোর্ট ডি পেইক্স শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।  ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ১১.৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে অনেক বাড়িঘর ভেঙ্গে পড়েছে।

প্রধানমন্ত্রী জেন-হেনরি বলেন, ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি ও সঙ্কট মোকাবিলায় সব ধরনের জরুরি সাহায্য সংস্থা নিয়ে একটি দল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য আমার সমবেদনা রইলো।

প্রেসিডেন্ট জোভেনেল মোইস এক বার্তায় সবাইকে শান্ত থাকতে বলেছেন। সরকারের মুখপাত্র এডি জেকসন অ্যালেক্সিস জানান, উদ্ধার তৎপরতা চালাতে কর্মীরা প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে ৭.১ মাত্রার এক ভূমিকম্পে হাইতিতে ২ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিলো।

সারাবাংলা/এনএইচ

ভূমিকম্প হাইতি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর