Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুরে আসি অ্যাপল স্পেসশিপে!


৬ ডিসেম্বর ২০১৭ ০৪:২০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৭ ১০:৫৫

শাহ্ ওমর

সম্প্রতি উদ্বোধন হয়েছে অ্যাপলের নতুন কার্যালয়ের। এটাই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। নাম দেয়া হয়েছে স্পেসশিপ। অ্যাপলের সর্বশেষ সংস্করণ আইফোন এক্স-এর মোড়ক উন্মোচিত হয় এখানেই।

কিন্তু কেন এই নামকরণ? জবাব রয়েছে ভবনটির নকশার মধ্যেই। উপর থেকে দেখলে মনে হবে ঠিক যেন একটি স্পেসশিপ। অর্থাৎ মহাকাশযান। এর ভেতরের পরিবেশ অত্যন্ত ছিমছাম ও মনোরম প্রাকৃতিক পরিবেশে পূর্ণ। কর্মীরা যেন সাচ্ছ্বন্দে কাজ করতে পারে এই চিন্তা করেই অ্যাপলের এমন নিমার্ণ।

 


এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি সম্পূর্ণ সৌরশক্তি দিয়ে পরিচালিত। কার্যালয়টি সবার জন্যই উন্মুক্ত। দর্শনার্থীরা টোকেন কিংবা রেজিস্ট্রেশন করে ঘুরে আসতে পারবেন স্পেসশিপে।
স্পেসশিপের প্রধান ভবনের দেয়াল তৈরি হালকা উজ্জ্বল রঙয়ের পাথর দিয়ে।

তিনটি লেভেল জুড়ে ক্যাফেটেরিয়া, যার ভিত্তি স্টিলের এবং মেঝে থেকে ছাদ পর্যন্ত জানালা। এখানে খেলার জন্য টেবিল এবং বেঞ্চও রয়েছে!

বাইরেও রয়েছে খাবার দাবারের ব্যবস্থা। দারূবৃক্ষ অথবা রয়েছে লালকাঠের তৈরি ফার্নিচার।

অফিসের কর্মকর্তাদের জন্য আলাদা বাসে যাতায়াতের ব্যবস্থা। বাসের জন্য অপেক্ষার সময় যাতে দাঁড়িয়ে থাকতে না হয় সে জন্য বসে থাকার ব্যবস্থা।

আছে ঝকঝকে সাদা রঙয়ের সিঁড়ি, যা নীচতলা থেকে একবারে ওপর তলায় নিয়ে যাবে।

ভূগর্ভস্থ সড়ক, যা স্পেসশিপের অন্যতম আকর্ষণ।

দর্শনার্থীদের জন্য আছে ভিজিটর সেন্টার এবং একটি অডিটোরিয়াম যা ৩৬০ ডিগ্রি কাঁচ দিয়ে ঘেরা।

 

কর্মকর্তাদের সুস্থ থাকার জন্য রয়েছে ব্যায়ামাগার, এটিও সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা এবং এর ছাদ কাঠের তৈরি।

বিজ্ঞাপন

সারাবাংলা/শাও/আরসি/নভেম্বর ২৭,২০১৭

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর