Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রাথমিকসহ সকল স্তরে বাধ্যতামূলক হবে তথ্যপ্রযুক্তি’


৭ ডিসেম্বর ২০১৭ ১১:২৬ | আপডেট: ১১ মার্চ ২০১৮ ১৮:৪৯

ঢাকা : তথ্য প্রযুক্তি শিক্ষা প্রাথমিকসহ সকল স্তরে বাধ্যতামুলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ উপলক্ষে মিনেস্টিরিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন  তিনি।

শিল্পখাতে তথ্য প্রযুক্তিভিত্তিক অবকাঠামো গড়ে তোলা হবে— জানিয়ে জয় বলেন, আগামীতে প্রতিটি শিল্পখাত প্রযুক্তি নির্ভর হবে। তথ্য প্রযুক্তিতে স্বনির্ভর হতে সরকার নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছে।

আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের মানুষের জন্য উন্নয়নের নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলেও জানান জয়। সে লক্ষ্যেই সরকার বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, দেশকে ডিজিটাল হাবে পরিণত করতে কাজ করছে সরকার।

কনফারেন্সে ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়াসহ পাঁচ দেশের মন্ত্রী ও সাত দেশের প্রতিনিধিরা অংশ নেন।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর