অন্যধারার গল্প বলবে জাস্ট স্টোরিজ
২ জুন ২০১৯ ১২:৪৯ | আপডেট: ২ জুন ২০১৯ ১২:৫৫
যাত্রা শুরু করলো Juststorys নামের একটি ওয়ান স্টপ কন্টেন্ট সলিউশন প্লাটফর্ম। পহেলা জুন বনানীর লেক শোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারূন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানান। Just storys এর প্রতিষ্ঠাতা বৃতি সাবরিন ও সহ প্রতিষ্ঠাতা ইয়ামিনুল হক।
প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে বৃতি সাবরিন বলেন, Juststorys হবে একঝাঁক তরুন গল্পকথকের প্ল্যাটফর্ম যারা নতুন কন্টেন্ট তৈরি করে ব্র্যান্ডের সাথে ভোক্তাদের সংযুক্ত করার অদম্য ইচ্ছা নিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে বৃতি সাবরিন ব্র্যান্ডের বর্তমান বাজার পরিস্থিতির বিপরীতে কন্টেন্টভিত্তিক কাজের কার্যকারিতা এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। এ সময় বোর্ড অব ডিরেক্টরস, অ্যাডভাইসরস, শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
Juststorys সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কাজের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজও করবে। জুনের শেষ নাগাদ Juststorys পরিপূর্ণভাবে তাদের কার্যক্রম শুরু করবে।
www.juststorys.com এ প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/পিএম