Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যখন তখন মেসেজ পাঠাতে বিটিআরসির মানা


৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪২

।।তথ্য প্রযুক্তি ডেস্ক।।

দেশে টেলিফোন অপারেটরদের পাঠানো প্রমোশনাল ও বাণিজ্যিক মেসেজ পেয়ে বিরক্ত গ্রাহকরা। এবার তার একটা হিল্লে হচ্ছে। এ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন-বিটিআরসি।

সম্প্রতি কমিশনের পক্ষ থেকে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে- কোনও গ্রাহক যদি নিতে আগ্রহ প্রকাশ না করে তাকে এ ধরনের বার্তা পাঠানো থেকে টেলকোগুলো বিরত থাকতে হবে।

আর এমন অপ্রত্যাশিত বার্তা যাতে ব্লক করে রাখা যায় তা যাতে গ্রাহকরা জানতে পারেন সে ব্যবস্থা নিতেও টেলকো গুলোকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।

গত বৃহস্পতিবারে পাঠানো এই নির্দেশনা তখন থেকে সাত দিনের মধ্যে কার্যকর করতে বলা হয়। গ্রাহকদের পক্ষ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেয় বিটিআরসি।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর