করোনায় মহিলা বিষয়ক অধিদফতর পরিচালকের মৃত্যু
৯ জুন ২০২০ ১১:৪১ | আপডেট: ৯ জুন ২০২০ ১৪:৩৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক যুগ্মসচিব মো. ফখরুল কবিরের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানানো হয়। ফখরুল কবির বিসিএস ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, তিনি ছিলেন একজন কর্মনিষ্ঠ, সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা । তার মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।