ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু
২৭ আগস্ট ২০১৯ ০০:০০ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ২৩:৪৪
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হেনা বেগম (৪৫) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছে।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হেনার ভাই মো. সুমন জানান, তিনদিন ধরে জ্বর ছিল তার। এরপর মুগদা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে সকালেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
হেনা বেগম দুই সন্তানের জননী ছিলেন তিনি। স্বামীর নাম ফিরোজ আহমেদ।
হাসপাতাল সূত্রে জানা যায়,এর আগে হাসপাতালে ৩৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ‘এখনও তার মৃত্যুর খবরটি আমি শুনিনি। খোঁজ নেওয়া হচ্ছে।’
তিনি জানান, শুধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে না। রোগী আরও অনেক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।