রাজধানীতে ডেঙ্গু জ্বরে চিকিৎসকের মৃত্যু
৩ জুলাই ২০১৯ ২০:০৯ | আপডেট: ৩ জুলাই ২০১৯ ২০:১১
ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান নিগার নাহিদ দিপু নামে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের কাস্টমার কেয়ারের একজন কর্মকর্তা।
ওই চিকিৎসক সোমবার (১ জুলাই) স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে রক্ত পরীক্ষা করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার রক্তে প্লাটিলেট ছিল ১১ হাজার। ওইদিন দুপুরে একবার ও রাতে আরও একবার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন নিগার নাহিদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
ডা. নিগার নাহিদ দিপু ময়মনসিংহ মেডিকেল কলেজের ৩২ ব্যাচের ছাত্রী ছিলেন। তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
সারাবাংলা/একে