Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা অনস্বীকার্য


১৭ জানুয়ারি ২০২০ ০২:৫০

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে সোনালী যুগে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা আরো বেশি প্রয়োজন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, বৈঠকে উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের যক্ষ্মা রোগ নিরাময়ে করণীয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির উপায়, জরুরি চিকিৎসা সরঞ্জমাদির রক্ষণাবেক্ষণ কৌশল ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।

এছাড়াও ঢাকার বড় হাসপাতালগুলোতে সান্ধ্যকালীন স্বাস্থ্য সেবা এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের উন্নত সেবা প্রদানের প্রসঙ্গ আলোচনায় উঠে আসে বলে জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা অনস্বীকার্য। আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে সোনালী যুগে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা আরো বেশি প্রয়োজন। উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরো কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে ফলপ্রসূ প্রাথমিক আলোচনা হয়েছে। ইনশাল্লাহ খুব দ্রুতই স্বাস্থ্যখাতের অগ্রগতি দৃশ্যমান হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশেল অ্যাভেলম্যান, মাইকেল ফ্রিডম্যান ও জার্সিস সিধুয়া।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সহায়তা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর