Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপে পোশাক রফতানি বাড়ল ৩ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ২১:৫৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২২:০৩

ছবি: সংগৃহীত।

ঢাকা: ইউরোপের বাজারে দেশের পোশাক রফতানি বেড়েছে। ২০২৪ সালের ১১ মাসে (জানুয়ারি থেকে নভেম্বর) পূর্ববর্তী ২০২৩ সালের একই সময়ের তুলনায় ইউরোপী ইউনিয়নে পোশাক রফতানি বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ।

বুধবার (২২ জানুয়ারি) ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট ও বিজিএমইএ’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, ২০২৩ সালের প্রথম ১১ মাসে যেখানে ইউরোপে বাংলাদেশের রফতানি ছিলো ১৭ হাজার ৬২২ মিলিয়ন ডলার, সেখানে ২০২৪ সালের একই সময়ে তা বেড়ে ১৮ হাজার ১৪৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে বিশ্ব থেকে ইউরোপের পোশাক আমদানি বেড়েছে দশমিক ৮৬ শতাংশ। রফতানির শীর্ষে থাকা চীনের ইউরোপে পোশাক রফতানি বেড়েছে ১ দশমিক ৮৫ শতাংশ। আর ভিয়েতনামের পোশাক রফতানি বেড়েছে ৩ দশমিক ৪৬ শতাংশ।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, ইউরোপে পোশাক রফতানি বাড়ার তালিকায় আরও রয়েছে ভারত, কম্বোডিয়া, পাকিস্তান, মরোক্কো ও শ্রীলঙ্কা। এরমধ্যে সবচেয় বেশি পোশাক রফতানি বেড়েছে কম্বোডিয়ার, যা শতাংশের হিসাবে ২০ দশমিক ৬৬ শতাংশ। ইউরোপে ভারতের পোশাক রফতানি বেড়েছে ১ দশমিক শূণ্য ৫ শতাংশ, পাকিস্তান ১১ দশমিক ৬৯ শতাংশ, মরোক্কা ৭ দশমিক ২৩ শতাংশ ও শ্রীলঙ্কার দশমিক ৬০ শতাংশ। একই সময়ে ইউরোপে তুর্কির পোশাক রফতানি কমেছে সাড়ে ৬ শতাংশ ও ইন্দোনেশিয়ার ৭ শতাংশ।

সারাবাংলা/ইএইচটি/এসআর

ইউরোপে পোশাক রফতানি পোশাক রফতানি পোশাক রফতানি বাড়লো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর