Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশ ‘পে বিল’ সেবা জিতল ‘বেস্ট প্রসেস ইনোভেশন’ অ্যাওয়ার্ড

সারাবাংলা ডেস্ক
১৮ মার্চ ২০২১ ২২:৩৯

ঢাকা: গ্রাহকের সব ধরনের বিল পরিশোধের প্রক্রিয়া সহজ করে জীবনমানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনায় বিকাশ ‘পে বিল’ সেবা তৃতীয় বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২১-এ ‘বেস্ট প্রসেস ইনোভেশন’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। একইসঙ্গে ‘বেস্ট ইনোভেশন-প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ ক্যাটাগরিতেও অনারেবল মেনশন পুরস্কার পেয়েছে।

তৃতীয়বারের মতো বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত এই পুরস্কারের মাধ্যমে মানুষের জীবনকে সহজ করছে এমনসব যুগান্তকারী উদ্ভাবন এবং ধারণাগুলোকে সম্মানিত করা হয়। প্রথাগত বিল পেমেন্ট পদ্ধতির অসুবিধগুলো দূর করে সময় ও খরচ সাশ্রয়ী পদ্ধতিতে বিল প্রদানের সুযোগ তৈরির স্বীকৃতি স্বরূপ বিকাশ পে বিল সেবা এই পুরস্কার অর্জন করেছে।

বিজ্ঞাপন

৫ কোটি ২০ লাখ বিকাশ গ্রাহকের বিল পেমেন্ট-এর অভিজ্ঞতাকে সহজ, নিরবচ্ছিন্ন ও নিরাপদ করতে বিকাশ এর ‘পে বিল’ সেবায় যুক্ত হচ্ছে বিভিন্ন ফিচার। এই মুহূর্তে ডেসকো, ডিপিডিসি, বিপিডিবি, নেসকো, পল্লী বিদ্যুৎসহ সমস্ত বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করা যায়। বিদ্যুতের পাশাপাশি অন্যান্য ইউটিলিটি সেবা যেমন পানি, গ্যাস, ইন্টারনেট, টেলিফোন এবং কেবল টিভির বিলও পরিশোধ করা যায় বিকাশের মাধ্যমে।

সারাবাংলা/এমআই

বিক্যাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর