যমুনা ব্যাংক লিমিটেডের ৩১৫তম এটিএম বুথের উদ্বোধন
৭ জানুয়ারি ২০২১ ১৫:০১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২১ ১৫:০৩
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়ায় ২৪ ঘণ্টা আর্থিক সেবার নিশ্চয়তা নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের ৩১৫তম এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক গাজী গোলাম মূর্তজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের পার্শ্ববর্তী শাখাসমূহের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় বিপুল সংখ্যক গ্রাহক।