Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ ভাগ ছাড়ে আর্টিসানের গিফট কার্ড ইভ্যালিতে


২৯ নভেম্বর ২০২০ ১৪:৩২

ঢাকা: ক্লথিং ব্র্যান্ড আর্টিসানের গিফট কার্ড ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে ইভ্যালিতে কেনা যাবে। দেশের অন্যতম শীর্ষ ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডিতে এই গিফট কার্ড দিয়ে দেশজুড়ে আর্টিসানের সকল আউটলেট থেকে পোষাক ও অন্যান্য লাইফস্টাইল পণ্য কিনতে পারবেন গ্রাহকেরা।

রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ইভ্যালির পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভ্যালি থেকে আর্টিসানের গিফট ভাউচার কিনতে পারবেন গ্রাহকেরা। এতে গ্রাহকদের জন্য ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকবে ইভ্যালির পক্ষ থেকে। আর এই গিফট কার্ড দিয়ে আর্টিসানের সকল শাখা থেকে পণ্য কিনতে পারবেন গ্রাহকেরা। এছাড়া ইভ্যালি থেকেও অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি সুবিধাতেও আর্টিসানের পণ্য কেনা যাবে।

এ লক্ষ্যে সম্প্রতিকালে রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং আর্টিসানের ব্যবস্থাপনা পরিচালক আলি আহামাদ রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মাঝে ইভ্যালির বিজনেস ডেভেলপমেন্ট শাখার সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, অ্যাসিস্টেন্ট ম্যানেজার সালমা হামিদ ঈশিতা এবং আর্টিসানের চিফ অপারেটিং অফিসার শামীম আলম এবং অপারেশনস ম্যানেজার অপু আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইভ্যালির কো-ফাউন্ডার এবং চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, ইভ্যালিতে আমরা আমাদের ৪০ লক্ষাধিক নিবন্ধিত গ্রাহকদেরকে সবসময় সেরা এবং গুণগত মানের পণ্য ও সেবা দিতে চাই। আর্টিসানের মতো একটি জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আমাদের সঙ্গে যুক্ত হওয়াতে আমরা আমাদের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলাম। শুধু পোষাকই না বরং আর্টিসানের ব্যাগ, বেল্ট এবং মানিব্যাগের মতো দারুণ সব লাইফস্টাইল পণ্য গ্রাহকেরা ইভ্যালি থেকেই কিনতে পারবেন।

বিজ্ঞাপন

ই ভ্যালি কার্ড

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর