Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন, অটোরিকশা বিতরণ


১৬ নভেম্বর ২০২০ ১৬:৫৫

ঢাকা: মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্ট-এর উদ্যোগে ও অর্থায়নে দরিদ্র অসহায় ও কর্মহীন নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে ৩০টি সেলাই মেশিন ও ৩০টি ব্যাটারি চালিত অটোরিকশা বিতরণ করা হয়।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও ব্যাটারি চালিত অটোরিকশা দরিদ্র, অসহায় ও কর্মহীন নারী-পুরুষদের মাঝে বিতরণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা, যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন-পিপিএম। এছাড়া ছিলেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

অটো রিকশা যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর