Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের উদ্যোগে বেগমগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা


২৮ ডিসেম্বর ২০১৯ ২১:১০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১১:৪২

যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যেগে ও অর্থায়নে, নোয়াখালীর বেগমগঞ্জে এ মজিদ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রসাশক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, চৌমহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ এ এইচ এম ফারুকসহ স্থানীয়রা।

অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ২৪০ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৩২৯ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।

এছাড়া অভিজ্ঞ ডাক্তার দাঁতের রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেন।

নোয়াখালী যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর