যমুনা ব্যাংকের উদ্যোগে বেগমগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা
২৮ ডিসেম্বর ২০১৯ ২১:১০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১১:৪২
যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যেগে ও অর্থায়নে, নোয়াখালীর বেগমগঞ্জে এ মজিদ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রসাশক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, চৌমহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ এ এইচ এম ফারুকসহ স্থানীয়রা।
অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ২৪০ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৩২৯ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।
এছাড়া অভিজ্ঞ ডাক্তার দাঁতের রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেন।