Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁও শিল্পাঞ্চলে যমুনা ব্যাংকের ১৪০ তম শাখার উদ্বোধন


২৭ ডিসেম্বর ২০১৯ ০৪:৫২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ০৫:০৯

ঢাকাঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যমুনা ব্যাংক লিমিটেডের ১৪০ তম শাখার উদ্বোধন করা হয়েছে। নতুন এই শাখা উদ্বোধনের ফলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার জনগণের ব্যাংকিং সুবিধা হাতের নাগালে আসবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ১৪০ তম শাখার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ও ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের  প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।

 

অর্থ ঢাকা যমুনা ব্যাংক রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর