ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো’র ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ
৩০ জুলাই ২০১৯ ০৮:২৫ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০৮:২৭
ঢাকা :‘ন্যাশনাল প্রোডাক্টভিটি অ্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন করেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ। শিল্প মন্ত্রনালয়ের ন্যাশানাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও)’র উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
প্রতিবছরের ন্যায় এ বছরেও সোমবার (২৮ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্প সচিব আবদুল হালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এবং বিশষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশের পক্ষে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন কোম্পানির হেড অব পাবলিক এ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানী সচিব।