আশাব্যাঞ্জক বাজেট, দেশ আরও এগিয়ে যাবে: ডিসিসিআই
১৩ জুন ২০১৯ ২২:৫৩ | আপডেট: ১৪ জুন ২০১৯ ০৪:১৬
ঢাকা: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি উসামা তাসীর বলেছেন, প্রস্তাবিত বাজেট অত্যন্ত আশাব্যাঞ্জক। এ বাজেট সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেলে স্বপ্নের বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (১৩ জুন) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিসিসিআই সভাপতি এ কথা বলেন।
ওসামা তাসীর বলেন, ‘এবারের প্রস্তাবিত বাজেট ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। সেই সঙ্গে দেশ মধ্যম আয়ে রূপান্তিরত হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানব সম্পদ উন্নয়নে এটি যুগোপযোগী বাজেট।’
ব্যবসায়ী এই নেতা বলেন, ‘এই বাজেট একটি ধারাবাহিক বাজেট। এ ধরনের বড় বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়ন একান্ত অপরিহার্য। তবে বিগত অর্থ বছরের তুলনায় এত বড় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জিং। কিন্তু ঘাটতি বাজেট পূরণে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থায়ন করা হবে, যা সহনশীল বলে মনে করছে ডিসিসিআই।’
তবে এ জন্য বেসরকারিখাতে ঋণ প্রবাহ যেন কমে না যায় সেদিকেও সরকারের খেয়াল রাখতে হবে মনে করেন তিনি।
ওসামা তাসীর আরও বলেন, ‘ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজেটে নিয়ে আসার প্রস্তাবকে স্বাগত জানাই। এ প্রস্তাব বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।’
সারাবাংলা/এসএইচ/একে