‘নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী
১৩ জুন ২০১৯ ১৭:২৬ | আপডেট: ১৩ জুন ২০১৯ ১৭:৪৬
ঢাকা: আগামী অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে না বলে আশা প্রকাশ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে বৃহস্পতিবার (১৩ জুন) প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় কোনো জিনিসপত্রের দাম বাড়তে পারে তেমন কোনো উপকরণ অন্তর্ভুক্ত করি নাই। এটা দেশবাসীকে অবহিত করাটা প্রয়োজন মনে করছি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ২০১৯-২০২০ অর্থবছরের উত্থাপিত বাজেটে অর্থমন্ত্রী এই প্রস্তাব করেন। আজ বিকেল ৩টার পর বাজেট অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের কর রাজস্ব এবং বাৎসরিক সম্ভাব্য অর্থ প্রাপ্তির ওপর কথা বলব। আমাদের সরকারের কর রাজস্ব আহরণের মূলনীতি হচ্ছে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। তবে সেটি করের হার বাড়িয়ে নয়। বরং সেটি করতে হবে করের আওতা বিস্তৃত করে। এ কাজটি করার লক্ষ্যে দেশের সকল উপজেলা, প্রয়োজনে গ্রোথ সেন্টারসমূহে আমার প্রয়োজনীয় জনবল ও সহায়ক অবকাঠামোসহ রাজস্ব অফিস স্থাপন করব।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘ প্রতিক্ষিত ভ্যাট আইন আগামী অর্থবছর ২০১৯-২০ থেকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এই আইনটির যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় জনবলসহ আনুষঙ্গিক সব সহায়তা আমরা নিশ্চিত করব।’
সারাবাংলা/এনআর/একে